এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল অ্যাপক্যাব চালকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম ললিত। তাঁর বাড়ি নস্করহাট দক্ষিণ পাড়া। জানা গিয়েছে, AC চালানো নিয়ে বচসার জেরে এই কাণ্ড ঘটে।
অভিযোগকারী মহিলা জানিয়েছেন, সোমবার গভীর রাতে ওই মহিলা ক্যাব বুক করেছিলেন। সেসময় গাড়ির ভিতরের AC বন্ধ ছিল। কিন্তু ওই মহিলা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র চালু করতে বললে চালক তা চালাতে অস্বীকার করেন। এরপরেই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, এরপরেই ক্যাব চালক ওই মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেন। এবং শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। পরে 8B বাসস্ট্যান্ডে ওই মহিলা নেমে যান।
এর আগেও সোমবার কলকাতার একটি ক্লাবে এক মহিলা কর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠে ওই ক্লাবেরই মালিকের বিরুদ্ধে। মহিলার অভিযোগ, ওই ক্লাবের মালিক মদ্যপান করার সময় তাঁকে পাঠান এবং সেসময় তাঁর উপর নির্যাতন করেন।