উত্তপ্ত মণিপুরের মুখ্যমন্ত্রী পদে আপাতত বীরেন সিং-ই থাকছেন। পদত্যাগের ইচ্ছে প্রত্যাহার করলেন তিনি।
শুক্রবার সকাল থেকেই নাটকীয় পরিস্থিতি তৈরি হয় মণিপুরে। হিংসার পরিস্থিতির মাঝে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন সেখানকার মুখ্যমন্ত্রী বীরেন সিং। সেইমতো রাজ্যপাল অনুসূয়া উইকির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু রাজ্যপালের বাড়ি যাওয়ার সময় এক মহিলা মুখ্যমন্ত্রীর পদত্যাগপত্রটি ছিঁড়ে ফেলেন।
জানা গিয়েছে, রাজ্যপালের বাড়ির দিকে যেতেই মুখ্যমন্ত্রীর এক সঙ্গীর কাছ থেকে কয়েকটি কাগজ ছিনিয়ে নেন এক মহিলা। তারমধ্যেই ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগপত্র। নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে ওই মহিলা পদত্যাগপত্রটি ছিঁড়ে দেন।
এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন জল্পনা।বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য উদ্ধৃত করে বিদেশ প্রতিমন্ত্রী তথা ইম্ফলের সাংসদ রঞ্জন সিং বলেছেন, মণিপুরের মুখ্যমন্ত্রী বদলের কোনও সিদ্ধান্ত নেই।