OTP শেয়ার না করেও অ্য়াকাউন্ট থেকে উধাও হয়ে গেল লাখ খানেক টাকা। এমনই অভিযোগ করেছেন বাগনান থানার গোপালপুরের বাসিন্দা স্বর্ণলতা মাঝি। তিনি জানিয়েছেন, OTP শেয়ারের জন্য কোনও ফোন আসেনি। এমনকি ফোনে আসা কোনও লিঙ্কেও ক্লিক করেননি।
স্বর্ণলতা মাঝির অভিযোগ, ৪ ডিসেম্বর তাঁর ফোনে একাধিক মেসেজ ঢোকে। ওই মেসেজের মাধ্যমে জানানো হয় তাঁর ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে রাখা টাকা তুলে নেওয়া হয়েছে। দ্রুত তিনি ওই বেসরকারি ব্যাঙ্কে যান। জানতে পারেন ফিক্সড ডিপোজিটের টাকা বোকারোর দুটি অ্য়াকাউন্টে ক্রেডিট হয়েছে এবং সেই টাকা তুলেও নেওয়া হয়েছে।
ব্যাঙ্ক কর্মীদের পরামর্শ মতো স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন স্বর্ণলতা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।