R G Kar Hospital: RG কর কাণ্ডের পর কতটা 'স্বাস্থ্যবান' সরকারি হাসপাতালের নিরাপত্তা?

Updated : Aug 13, 2024 17:51
|
Editorji News Desk

আরজি কর কাণ্ডে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়াল। অভিযোগ সোমবার রাতে মেডিক্যাল কলেজের লেডিস হস্টেলে ঢুকে পড়েন এক ব্যক্তি। কালো কাপড়ে মুখ ঢুকে হস্টেলে ঢুকে পড়েন তিনি। তাঁর পরিচয় জানা যায়নি। অন্যদিকে CBI তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

এদিকে একজন জুনিয়র ডাক্তার ওই ব্যক্তিকে দেখতে পান। তারপর তিনি চিৎকার শুরু করলে বাকি জুনিয়র ডাক্তাররা ঘটনাস্থলে পৌঁছে যান। এবং তারই মাঝে পাঁচিল টপকে অন্যত্র পালিয়ে যায় অপরিচিত ওই ব্যক্তি।  

অন্যদিকে হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা নেই বলে অভিযোগ করেছেন বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা আবাসিক চিকিৎসকরা। তাঁদের অভিযোগ, হাসপাতালের পড়ুয়া থেকে শুরু করে নার্সদেরও পর্যাপ্ত নিরাপত্তা নেই। সেকারণে রাতে পর্যাপ্ত পুলিশ এবং CCTV-র দাবি করেছেন তাঁরা। 

বারাসত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাডিশনাল মেডিক্যাল সুপারেনটেন্ডেন্ট সুব্রত মণ্ডল জানিয়েছেন, হাসপতাল চত্বরে নিরাপত্তা জোরদার করতে একাধিক আলোচনা করা হয়েছে। ইতিমধ্যে ১০টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। সেখানে CCTV বসানো হবে বলেও জানা গিয়েছে। 

একদিকে আরজিকর কাণ্ড অন্যদিকে বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে অপরিচিত ঢুকে পড়ার ঘটনার পরেই নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে আসানসোল জেলা হাসপাতালে গেলেন BJP নেত্রী অগ্নিমিত্রা পাল। বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর হাসপাতাল সুপারের কাছে একাধিক দাবি করেন তিনি। তাঁর দাবি অবিলম্বে CC ক্যামেরা বসাতে হবে এবং হাসপাতালে পুলিশ প্রহরা বাড়াতে হবে। একইসঙ্গে ভাঙা বাউন্ডারি মেরামতেরও দাবি করেছেন তিনি। 

Bankura

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর