অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। রেললাইনের উপরে থাকা দুটি গাড়িতে ধাক্কা মারে ডাউন হাজারদুয়ারী এক্সপ্রেস। যদিও কোনও হতাহতের খবর নেই। দুর্ঘটনাটি ঘটেছে খড়দা স্টেশনের কাছে।
জানা গিয়েছে, ডাউন হাজারদুয়ারী এক্সপ্রেস কলকাতা স্টেশনের দিকে আসছিল। অন্যদিকে খড়দা স্টেশনের কাছেই রয়েছে একটি লেভেল ক্রসিং। ওই লেভেল ক্রসিং পেরোচ্ছিল দুটি চারচাকা। কিন্তু ক্রসিংয়ের মাঝখানে পৌঁছতেই বন্ধ করে দেওয়া হয় গেট। ফলে ওই দুটি গাড়ি বের হতে পারেনি।
ঠিক সেইসময়ই সবুজ সিগন্যাল পেয়ে লেভেলক্রসিং ক্রস করছিল হাজারদুয়ারী এক্সপ্রেস। আর ঠিক তখনই রেললাইনের উপরে থাকা গাড়িদুটিতে ধাক্কা মারে। যদিও ট্রেনের গতি খুব কম থাকায় সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি। গাড়ির ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিকে পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বারবার নিষেধ করা হলেও ওই দুটি গাড়ির চালকরা জোর করে লেভেল ক্রসিংয়ের ভিতর ঢুকে পড়ে। অভিযুক্ত গাড়ি চালক এবং গাড়ি মালিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে এই ঘটনার জেরে ওই লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যদিও রবিবার থাকায় নিত্যযাত্রীদের ভিড় কম থাকায় কিছুটা সুরাহা হয়েছে। দুর্ঘটনাস্থলেও ব্যাপক ভিড় জমে যায়। এর ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াতে সমস্যা তৈরি হয়।