বুধবারই বাড়ি ফিরতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । সোমবার চিকিৎসকরা সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন । তার আগে মঙ্গলবার বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউর বাড়িতে গেলেন চিকিৎসকের একটি দল ।
জানা গিয়েছে, এদিন বেলার দিকে পাম অ্যাভিনিউ-র ফ্ল্যাটে যান চিকিৎসকরা । সোমবারই চিকিৎসকরা জানিয়েছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ি ফিরলে, সেখান থেকেই চিকিৎসা চলবে তাঁর । বাড়ি গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা করবেন তাঁদের ডাক্তাররা । সবসময় নজরদারিতে রাখা হবে বর্ষীয়ান নেতাকে । তাই বাড়িতে যাতে কোনও অসুবিধা না হয় চিকিৎসার, তা নিশ্চিত করতেই এদিন বুদ্ধদেববাবুর বাড়ি যান চিকিৎসকরা ।
জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিছানা কোথায় থাকবে, কোন জায়গায় রাখলে চিকিৎসার সুবিধা হবে, সেগুলিঅ দেখে এসেছেন চিকিৎসকরা । সব ঠিক থাকলে বুধবারই বাড়ির উদ্দেশে রওনা দেবেন বুদ্ধদেব ভট্টাচার্য ।
জানা গিয়েছে, বাড়িতে একটি 'কার্ডিয়াক মনিটর' থাকবে । যার মাধ্যমে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, হৃদ্স্পন্দন দেখা যাবে । তিন বছরের পুরনো বাইপ্যাপের বদলে নতুন বাইপ্যাপের ব্যবস্থা করা হয়েছে । বাড়িকে স্যানিটাইজও করা হবে বলে খবর । এছাড়া, প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিচর্যার জন্য যাঁরা বাড়িতে যাবেন, তাঁদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে খবর ।
উল্লেখ্য, ২৯ জুলাই আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য । প্রায় ১০দিন পর বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে অনেকটাই । চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধদেব সংক্রমণমুক্ত। তাঁর শরীরের সব প্যারামিটার ঠিক রয়েছে । উঠে দাঁড়াচ্ছেন । গান শুনছেন । তবে, এখনও তাঁকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে । আবার তরল খাবার সরাসরি মুখ দিয়েই খাওয়ানো হচ্ছে ।