সংসদে রং বোমা হামলার ঘটনায় কলকাতায় পৌঁছল দিল্লি পুলিশের একটি দল। ধৃত ললিত ঝাঁ-র বিষয়ে আরও খোঁজখবর নিতেই বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে তারা। গিরিশ পার্ক থানা সহ পুলিশের একাধিক কর্তাদের সঙ্গে বৈঠকও করেন দিল্লি পুলিশের আধিকারিকরা।
সংসদে রংবোমা হামলার ঘটনার মূল চক্রী ললিত ঝাঁ-কে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, বিহারের বাসিন্দা হলেও কলকাতায় শিক্ষাকতা করতেন তিনি। কলকাতার পাশাপাশি লখনউ, কর্নাটক, মহারাষ্ট্র, রাজস্থান এবং হরিয়ানাতেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা।
জানা গিয়েছে কলকাতার গিরিশ পার্ক, বড়বাজার, রবীন্দ্র সরণি এবং বড় বাজার এলাকায় খোঁজখবর নিয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, বাগুইআটি এলাকাতেও ললিতের একটি বাসস্থান ছিল। সেখানেও যেতে পারেন তদন্তকারীরা।