ছোট থেকেই স্বপ্ন ছিল বিমানসেবিকা হওয়ার। কিন্তু 'নুন আনতে পান্তা ফুরোনো' পরিবারের পক্ষে বিমানসেবিকার প্রশিক্ষণের বিপুল খরচ টানা সম্ভব ছিল না। ফলে প্রশিক্ষণ নিতে শুরু করেও মাঝপথে ছেড়ে দিতে হয় হরিদেবপুরের (Haridevpur) দ্বাদশ শ্রেণির ছাত্রীকে। সে কারণেই অবসাদে ভুগছিল ওই কিশোরী। শুক্রবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করে ওই কিশোরী।
জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম মামন দাস। হরিদেবপুর থানার নবপল্লি এলাকায় নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় ওই কিশোরীর দেহ। সকালবেলা বাড়ির লোক বহুবার ডাকাডাকি করেও সাড়া পায়নি। পরে দরজা ভেঙে মামনকে উদ্ধার করা হয়। দেখা যায় তার মুখ থেকে ফেনা বের হচ্ছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ছাত্রীর ঘর থেকে একটি জলের বোতলও মিলেছে।
আরও পড়ুন- Malda Crime:মালদহে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত ২, জখম একাধিক
মৃতার মায়ের দাবি, গত রবিবারও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী। সে বার তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরে সে। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হরিদেবপুর থানার পুলিশ।