মালদায় (Malda) ফিরল পোলবার স্মৃতি। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল স্কুলবাস। সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। খবর পেয়ে আসে দমকল, পুলিশ। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই বেশিরভাগ অভিভাবক পৌঁছে গিয়েছেন হাসপাতালে। উদ্ধারকাজ এখনও চলছে।
জানা গিয়েছে, শনিবার দুপুর দুটো নাগাদ মালদার মালদা-মানিকচক রাজ্য সড়কে এক কেন্দ্রীয় বিদ্যালয়ের বাস উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসে ৭১ জন পড়ুয়া ছিল। তাদের মধ্যে ২০ থেকে ২৫ জনের চোট লেগেছে। এর মধ্যে কয়েক জনের মাথাতেও আঘাত লেগেছে বলেই খবর। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে আনার পর তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের মাথা ফেটেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় চোট লেগেছে। আহতদের আঘাত কতটা গুরুতর তা পরীক্ষা করছেন চিকিৎসকরা।
আরও পড়ুন- Malda Bus Accident: মালদায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে স্কুলবাস, আহত প্রায় ১৫ পড়ুয়া
উল্লেখ্য, গত ২০২০ সালে হুগলির পোলবায় (Polba) নয়ানজুলিতে পড়ে যায় পুলকার। ওই দুর্ঘটনায় ঋষভ এবং দিব্যাংশু নামে দুই পড়ুয়া গুরুতর জখম হয়। তাদের এসএসকেএম হাসপাতালে চিকিৎসারও বন্দোবস্ত করা হয়। টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও সুস্থ হতে পারেনি ঋষভ। শেষমেশ মৃত্যু হয় খুদের। তবে দিব্যাংশু সুস্থ হয়ে বাড়ি ফেরে।