ক্লাব ভারতসেরা হওয়ার পরই অভিনব উদ্যোগ বাগান কর্তাদের। কলকাতার বাইরে এই প্রথম কোনও শহরের রাস্তা মোহনবাগানের নামে নামাঙ্কতি হবে। আগামী ২ এপ্রিল শিলিগুড়ির এয়ার ভিউ মোড় থেকে যতীন দাশ পার্ক পর্যন্ত রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হবে মোহন বাগানের নামে।
ক্লাব সূত্রে খবর, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত রাস্তার নাম নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে চিঠি দেন। এই অভিনব প্রস্তাবে রাজি হয়ে যান শিলিগুড়ির মেয়র। আগামী ২ এপ্রিল থেকেই ওই রাস্তাটি নয়া নামে পরিচিতি পাবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোহনবাগান কর্তারাও। থাকবেন সবুজ-মেরুনের অগণিত সমর্থক।
আরও পড়ুন- Sukanya Mondal ED: ফের ইডি হাজিরা এড়ালেন সুকন্যা মণ্ডল, দিল্লি গেলেন না তুফান-কৃপাময় ঘোষরাও