কোটা সংস্কার আন্দোলনের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। এবার সেই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ল কলকাতায়। বাংলাদেশের পীড়িত সাধারণ নাগরিক এবং পড়ুয়াদের দাবিকে সমর্থন জানিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি বাংলাদেশে দ্রুত শান্তি প্রতিষ্ঠারও দাবি তোলা হয় ওই মিছিল থেকে।
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ মিছিল করে বাম মনস্ক ছাত্র সংগঠন এবং মানবাধিকার সংগঠনগুলি। ওই সংগঠনগুলির মধ্যে ছিল AIDSO, PDSF সহ একাধিক সংগঠন। রবীন্দ্রসদন থেকে বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত ওই মিছিল করার পরিকল্পনা নেওয়া হলেও, রবীন্দ্রসদনের সামনে ওই মিছিল আটকে দেওয়া হয়। এর পর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। কয়েকজনকে আটক করা হয় বলেও অভিযোগ।
শুক্রবারের মিছিলে অংশগ্রহণকারীদের দাবি, অবিলম্বে কোটা সংস্কার নিয়ে বাংলাদেশের পড়ুয়াদের দাবি মানতে হবে। পাশাপাশি শেখ হাসিনারও শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে শুক্রবারও বাংলাদেশে পরিস্থিতি একইরকম। ইতিমধ্যে একাধিক জায়গার ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে নরসিংদীর জেলা কারাগারে হামলা চালিয়েছেন আন্দোলনকারীরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম BBC-র একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ওই জেল থেকে ইতিমধ্যে কয়েকশো কয়েদি পালিয়ে গিয়েছে। পাশাপাশি মীরপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। দমকলের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে খবর।