আর জি করের বিচার চাই-এতদিনে বিভিন্ন মিছিল, আন্দোলন, সোশ্যাল মিডিয়ার দৌলতে এই স্লোগান গোটা রাজ্যবাসীর কাছে পৌঁছে গিয়েছে। এবার চিকিৎসকের লেখা প্রেসক্রিপশনেও বিচারের দাবি। রায়গঞ্জের এক চিকিৎসকের সেই প্রেসক্রিপশন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কী রয়েছে ওই প্রেসক্রিপশনে?
ওই প্রেসক্রিপশনে দেবব্রত রায় নামে এক চিকিৎসকের নাম লেখা রয়েছে। এবং তাঁর ঠিকানা দেওয়া হয়েছে রায়গঞ্জ। এক রোগীর নাম উল্লেখ করে ওই প্রেসক্রিপশন তৈরি করা হয়েছে। এবং প্রেসক্রিপশনের নীচের দিকে লাল রঙের একটি রাবার স্ট্যাম্পের ছাপ রয়েছে। সেখানে লেখা 'আরজি কর : বিচার চাই। অপরাধ চক্রের বিনাশ চাই।' এরসঙ্গে ওই স্লোগানের মাঝেই ইংরেজিতে লেখা রয়েছে We Want Justice।
এবিষয়ে একটি বাংলা সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন চিকিৎসক দেবব্রত রায়। তিনি জানিয়েছেন, তিনি নীরব প্রতিবাদ করছেন। একজন অন ডিউটি চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে । সেই ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতারির দাবি জানাচ্ছেন।
যদিও ঘটনার প্রায় ২০ দিন কেটে গেলেও তেমন কোনও অগ্রগতি দেখতে পাচ্ছেন না বলেও জানিয়েছেন দেবব্রতবাবু। সেই কারণে তিনি অত্যন্ত বিরক্ত।
ওই প্রেসক্রিপশন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়েছে। অনেকেই জানিয়েছেন, সরাসরি পথে না নেমে এভাবেও যে প্রতিবাদ করা যায় তা দেখিয়ে দিয়েছেন চিকিৎসক দেবব্রত রায়।