ট্রেনের চাকার কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে গেলেন এক ব্যক্তি। যদিও তারপরেও জীবিত রয়েছেন তিনি। রীতিমতো কথাও বলছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রবিবার বিকালে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ স্টেশনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকালে কাটোয়াগামী ট্রেন ধরতে বাসুদেবপুর স্টেশনে গিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু ট্রেনে ওঠার আগেই ট্রেনটি ছেড়ে দেয়। তখন তিনি চাপার চেষ্টা করলে সেখান থেকে পা পিছলে পড়ে যান। সেসময় তাঁর কোমরের উপর দিয়ে ট্রেন চলে যায়। এবং দেহ দ্বিখন্ডিত হয়ে যায়। লাইনের এক পারে থাকে দুই পা এবং অপর পারে থাকে শরীরের বাকি অংশ। যদিও প্রাণ ছিল শরীরে। বেশ কিছু কথাও বলেন তিনি।
খবর দেওয়া হয় পুলিশ। তাঁরা সেখানে পৌঁছে ওই ব্যক্তিকে দ্রুত শামসেরগঞ্জের হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।