রবিবার সকালের আকাশেই যেন নেমে এসেছে সন্ধে । তবে এদিন সকাল থেকে একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাতে একাধিক মৃত্যুর খবরও সামনে এসেছে। খোদ কলকাতা বাঁচল বড় বিপদ থেকে। রবিবারের বাজ পড়ে ধর্মতলার একটি বহুতল মলের পিলারের থেকে খসে পড়েছে বিরাট পাথরের চাঁই। রক্ষা একটাই, ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রত্যক্ষদর্শীদের দাবি , বাজ পড়ার সঙ্গে সঙ্গেই বিকট আওয়াজে কেঁপে উঠেছি চত্বর।
RCB Innings: টিমের ব্যাটিংয়ে সমস্যা আছে, মনে করছেন আরসিবির কোচ
রবিবার ছুটির দিন হওয়ায় ধর্মতলার রাস্তা তুলনামূলক ফাঁকা ছিল। তাই বড় বিপদ হয়নি বলে দাবি এলাকাবাসীর। অন্যদিকে, বাজ পড়ে হুগলির তারকেশ্বর এবং উত্তর ২৪ পরগণার গাইঘাটা থেকে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।