সাধারণের কথা সরাসরি এবার থেকে শুনবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার থেকেই চালু হওয়ার কথা ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। নবান্ন সূত্রে খবর, সব ঠিক থাকলে মুখ্যমন্ত্রী নিজেই এই প্রকল্পের ঘোষণা করবেন। এই প্রকল্প চালু হলে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে সরাসরি নিজেদের দাবি, অভিযোগের কথা জানাতে পারবে সাধারণ মানুষ।
বাঁকুড়ায় অভিষেকের নবজোয়ারে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটের আগে ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু করেছিল শাসক দল। এবার আর তৃণমূল সুপ্রিমো নয় সোজা মুখ্যমন্ত্রীর কানেই তুলে দেওয়া যাবে অভাব অভিযোগ।