প্রকাশ্য রাস্তায় এক নাবালিকাকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার প্রফুল্ল নগরে। গুরুতর আহত অবস্থায় ওই নাবালিকাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অস্ত্রপচার করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত নাবালককেও মারধর করা হয় বলেও অভিযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নাবালিকার পরিবারের সঙ্গে ফিরছিল। রাস্তাতেই অপেক্ষায় ছিল অভিযুক্ত নাবালক। অভিযোগ, প্রফুল্ল নগরের কাছে আসতেই একটি ধারাল অস্ত্র দিয়ে কোপ মারতে থাকে সে।
পুরো বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে নাবালিকাকে বাঁচাতে যান। তখনই অভিযুক্ত পালানোর চেষ্টা করে। কিন্তু তাকে ধরে ফেলেন স্থানীয়রা এবং মারধর করেন। এর ফলে ওই কিশোরও গুরুতর আহত হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই নাবালিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল ওই নাবালক। কিন্তু রাজি হয়নি নাবালিকা। আর সেই কারণেই কোপ মারে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মোট ৫টি কোপ মেরেছে নাবালক।
একদিকে যখন RG কর কাণ্ড নিয়ে রাজ্য তোলপাড় ঠিক তখনই এই ঘটনা ঘটায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রকাশ্য দিবালোকে কেন এই ধরনের ঘটনা ঘটল তা নিয়ে সরব বিভিন্ন মহল।