নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এরপর ওই পঞ্চায়েত প্রধানকে ল্যাম্প পোস্টে বেঁধে বিবস্ত্র করে মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই পঞ্চায়েত প্রধানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জানা গিয়েছে, মগরাহাট পূর্ব বিধানসভার উড়ের চাঁদপুর পঞ্চায়েতের প্রধান রাকেশ মণ্ডল। তিনি এলাকার দাপুটে BJP নেতা বলেও পরিচিত। অভিযোগ, শুক্রবার রাতে ওই এলাকার একটি বাগানে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করেন তিনি। নাবালিকার চিৎকারে স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর রাকেশকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে।
খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। তারা রাকেশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তারপর অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার গভর্নমেন্ট হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।
এই ঘটনার পরে নাবালিকার পরিবারের তরফে রাকেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে রাকেশের পরিবারের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, দলের কাজ সেরে রাত করে বাড়ি ফিরছিলেন রাকেশ। সেসময় তাঁকে মারধর করা হয়। ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।