ভর সন্ধেতে ব্যান্ডেলে ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনাটি ঘটেছে ব্যান্ডেলের কাজিডাঙা এলাকায়। জানা গিয়েছে ওই ব্যক্তি কলকাতা কর্পোরেশনের কর্মী। মৃতের নাম লালবাবু গোয়ালা। তাঁর বয়স ৪৮ বছরের আশপাশে। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।
ওই এলাকাটি স্টেশন সংলগ্ন এলাকা। ফলে সেসময় প্রচুর লোকও ছিলেন সেখানে। কয়েকজন জানিয়েছেন, লালুবাবু গোয়ালা ওই এলাকায় দাঁড়িয়ে ছিলেন। সেসময় কয়েকজন দুষ্কৃতী হঠাৎ সেখানে হাজির হয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় লালবাবুর।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে খুনিদের ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।