Amitabh Bacchan:  KBC-তে স্বপ্নপূরণ হুগলির জয়ন্তর! একচিলতে বাড়িতে শৌচালয় তৈরি করে দিচ্ছেন বিগ-বি

Updated : Aug 24, 2024 07:41
|
Editorji News Desk

এ যেন এক রূপকথার গল্প। কিন্তু গল্প যে সত্যি হতে পারে তা হয়তো স্বপ্নেও ভাবেননি হুগলির বাসিন্দা জয়ন্ত দুলে। বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে খেললেন কৌন বনেগা ক্রোড়পতি। জিতলেন সাড়ে ১২ লাখ টাকা। 

গ্রামের মাটির বাড়ি থেকে সোজা অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতি সেটে জয়ন্ত। সেখানে গিয়ে তুলে ধরলেন গ্রামের মানুষের আবেগ। পেশায় পার্শ্ব শিক্ষক জয়ন্ত ১২ লাখ ৫০ হাজার টাকা জিতলেও সবথেকে বেশি জিতেছেন মানুষের মন। 

চলতি বছরে শুরু হয়েছে কৌন বনেগা ক্রোড়পতির ১৬ তম সিজন। প্রথম সপ্তাহের পর্বেই অংশগ্রহণ করেছিলেন জয়ন্ত। আরামবাগ মহকুমার গোঘাটের বেঙাই অঞ্চলের আগাই গ্রামের বাসিন্দা তিনি। বাড়িতে রয়েছেন তাঁর মা ,বাবা এবং বোন। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী জয়ন্ত । মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই  সে এই রিয়ালিটি শো অংশগ্রহণের জন্য প্রস্তুতি শুরু করে । বিভিন্ন কুইজ কনটেস্ট সহ অন্যান্য অনুষ্ঠানগুলি প্রথম থেকেই নজরে রাখেন তিনি। 

স্বপ্ন ছিল অনেক দিনের। অবশেষে স্বপ্ন পূরণের সময় এল। সিজন ১৬ এর কৌন বানেগা ক্রোড়পতি সেটে পৌঁছন জয়ন্ত। 'ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট' রাউন্ড জেতার পর উচ্ছ্বসিত হয়ে বোনকে জড়িয়ে ধরেন জয়ন্ত। শো চলাকালীন জয়ন্ত জানান যে নিজের বাড়িতে বোন আর মায়ের জন্য স্নানাগার তৈরি করতে চান। 

এই বিষয়ে জয়ন্ত বলেন, গ্রামের মানুষ পুকুরের জল ব্যবহার করছেন। ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তাঁরা। এমনকি পশু স্নানের পুকুরের জলও ব্যবহার করছেন অনেকে। পাশাপাশি তিনি জানিয়েছেন, গ্রামের অনেকের বাড়িতে শৌচালয় থাকলেও তাঁরা ব্যবহার করেন না। এমনকি জয়ন্তদের বাড়িতে কোনও স্নানাগার নেই। সেই কারণে তাঁর মা ও বোনকে পুকুরে যেতে হয়।

জয়ন্তর কাছ থেকে পুরো বিষয়টি জানতে পেরে স্নানাগার তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন অমিতাভ বচ্চন। স্বস্তির হাসি জয়ন্তর মুখেও। ইতিমধ্যে মুম্বই থেকে তাঁর কাছে ফোনও এসেছিল। অতি দ্রুত সেই কাজও শুরু হবে বলে আশাবাদী তিনি।

KBC

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর