শিক্ষক দিবসে মেয়ের হয়ে চিঠি লিখলেন RG করের নির্যাতিতার মা। নিহত চিকিৎসকের শিক্ষকদের প্রণাম জানিয়েছেন তিনি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ওই চিঠি ভাইরাল। যদিও ভাইরাল হওয়া চিঠির সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
ওই চিঠির শুরুতেই নির্যাতিতার মা লিখেছেন, তিনি একজন হতভাগিনী। কোনও কম্পিউটার প্রিন্ট নয়, হাতে করেই লেখা হয়েছে ওই চিঠি। মেয়ের স্বপ্নকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে লিখেছেন নির্যাতিতার মা।
ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে, ঘটনার পর প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ তথ্যপ্রমাণ লোপাটে তৎপর হয়েছিল। পাশাপাশি তাঁর মেয়ের মৃত্যুর ঘটনায় কারোর কাছে কোনও তথ্যপ্রমাণ থাকলে সেগুলি দ্রুত প্রকাশ্যে আনার দাবি করা হয়েছে। তিনি লিখেছেন, "সকল মেডিক্যাল কলেজের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ সকলের কাছে কন্যাহারা মায়ের আকুতি, আপনাদের কাছে যদি কোনও তথ্যপ্রমাণ থাকে তাহলে সেগুলো সামনে আনুন।"
পাশাপাশি RG করের ঘটনায় যাঁরা এখনও প্রতিবাদ করছেন না তাঁদের এগিয়ে আসার আহ্বান করেছেন তিনি। এমনকি তিনি মনে করছেন, এই ঘটনায় চুপ করে থাকলে অপরাধীরা আরও সাহস পেয়ে যাবে।
এরসঙ্গে সহপাঠীদের আন্দোলনকেও সমর্থন জানিয়েছেন নির্যাতিতার মা। আগামী দিনে আন্দোলন জারি রাখারও আবেদন করেছেন তিনি।