শুক্রবার অমরনাথে মেঘ-ভাঙা বৃষ্টিতে (Amarnath Cloudburst) ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ প্রায় ৪০ জন। এ রাজ্য থেকেও গত কয়েক দিনে অমরনাথে গিয়েছিলেন একাধিক তীর্থযাত্রী। শুক্রবারের দুর্ঘটনার পর থেকেই উদ্বেগে তাঁদের পরিবার। কলকাতার লেকটাউনের বাসিন্দা বিপুল ঘোষ অমরনাথে গিয়েছেন। শুক্রবার দুর্ঘটনার পর থেকেই উদ্বেগে ছিল তাঁর পরিবার। তবে রাতের দিকে বিপুলবাবু কাশ্মীর থেকে ফোন করে বাড়িতে জানান তিনি নিরাপদে রয়েছেন।
বিপুল ঘোষ পেশায় ব্যবসায়ী। বিপুলের মা রিক্তা ঘোষ জানান, তাঁর ছোট ছেলে ৫ জুলাই কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেসে রওনা দিয়েছিল। বিপুলের সঙ্গে ছিল তাঁর আরও ৯ বন্ধু। তাঁদের মধ্যে কেষ্টপুরের ৭ জন এবং পুরুলিয়ার ২ জন।
Monkey Pox virus in Bengal update : বিদেশ ফেরৎ যুবকের শরীরে মেলেনি মাঙ্কি পক্স ভাইরাসের হদিশ
শুক্রবার বিকেলে টিভিতে অমরনাথে দুর্ঘটনার খবর শোনার পর থেকেই উদ্বেগের মধ্যে ছিল বিপুলের পরিবার। খবর শোনার পরেই পরিবারের সদস্যরা একাধিকবার বিপুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত মাঝরাতে বিপুলের সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হয় তাঁর পরিবার। পরিবারকে বিপুল জানিয়েছেন, তিনি ও তাঁর বন্ধুরা নিরাপদেই রয়েছেন। তাঁরা আপাতত পহেলগাঁও বেস ক্যাম্পে রয়েছেন। তবে পরিস্থিতি এতটাই খারাপ যে আর এগনোর উপায় নেই। বিপুলের ফোন পেয়ে আপাতত স্বস্তিতে তাঁর পরিবার।