তিন মহিলার দাবি তাঁদের স্বামী শুভঙ্কর হালদার (Subhankar Halder)। এই দাবিতেই বেজায় ফাঁপরে পড়লেন পূর্ব বর্ধমানের কালনা মহকুমার ধর্মডাঙ্গার শুভঙ্কর। শুক্রবার দুপুরে, ওই যুবকের বাসভবনে এসে হাজির হন দুই মহিলা। দুজনেই নিজেদের শুভঙ্করের স্ত্রী দাবি করে, মর্যাদা চেয়ে ধর্না দিয়েছিলেন স্বামীর বাড়ির সামনে।
MS Dhoni: ভুঁড়ি আছে, ২০ কেজি কমালে তবেই দলে নেব, কোন ক্রিকেটারকে এই পরামর্শ দিয়েছিলেন মাহি?
তৃতীয় পক্ষের স্ত্রীয়ের দাবি, তাঁকে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন শুভঙ্কর। শুধু তাই নয় বাবার চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকাও নিয়েছিলেন তিনি। তাঁর দাবি, ‘‘হয় সমস্ত টাকা-পয়সা ফেরত দিন নয়তো, আমায় সসম্মানে ঘরে তুলুন।’’ শুভঙ্করের দ্বিতীয় স্ত্রী, চামেলির দাবি তিনি জানতেনই না শুভঙ্করের আগের স্ত্রী রয়েছে। বিয়ে করে কাজের নাম করে অন্যত্র সংসার করতেন শুভঙ্কর এমনই দাবি চামেলির। যদিও অভিযুক্ত শুভঙ্করের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।