আজ মকর সংক্রান্তি (Makar Sankranti) পূণ্য তিথিতে মকরস্নান সারতে গঙ্গাসাগরে (Gangasagar) লাখো লাখো ভক্ত সমাগম৷ শনিবার সন্ধে ৬টা ৫৩ মিনিট থেকেই সংক্রান্তির পূণ্যলগ্ন শুরু হয়েছে । ঘন কুয়াশাকে উপেক্ষা করে রবিবার ভোর থেকেই গঙ্গাবক্ষে ডুব দিচ্ছেন অসংখ্য পূন্যার্থী। ভিড় সামাল দিতে আগেভাগেই তৎপর প্রশাসন৷ মেগা কন্ট্রোলরুম,স্পিডবোট, ড্রোন, ওয়াচ টাওয়ার সহ একাধিক ব্যবস্থা নিয়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা৷ কুকুর নিয়ে গঙ্গাবক্ষে টহল দিচ্ছে National Disaster Response Force বা জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।
Makar Sankranti 2023 : আজ মকর সংক্রান্তি, পূণ্য অর্জনে সাগরের জলে ডুব লাখো লাখো ভক্তের
জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ৪০ লাখ ভক্তের সমাগম হয়েছে গঙ্গাসাগরে৷ চলছে ৭ টি ভাষায় মাইকিং। দুর্ঘটনা এড়াতে সাগরতটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে।NDRF-র তিনটি ব্যাটিলিয়ানের মোট ৭৫ জন কর্মীকে এবারের গঙ্গাসাগর মেলায় মোতায়েন করা হয়েছে । বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে দুই সারমেয় রোমিও ও লিলি । সাগরে কেউ ডুবে গেলে তাদের বাঁচিয়ে আনবে তারা ।