চলন্ত এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায় চলল গুলি। আর সেই গুলি লেগেই মৃত্যু হল একজনের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কামাখ্যা আনন্দ বিহার এক্সপ্রেসে। নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখেই গুলি চলে বলে জানা গিয়েছে। রেল পুলিশ সূত্রে খবর, ওই যাত্রীর শরীরে একাধিক গুলির ক্ষত রয়েছে। মনে করা হচ্ছে, ওই ট্রেনে যে আততায়ী গুলি চালিয়েছে, সে ট্রেন থামার আগেই চলন্ত ট্রেন থেকে নেমে পালিয়েছে।
রেল সূত্রে খবর, মৃত ব্যক্তি প্রাক্তন সেনাকর্মী, নাম সঞ্জয় সিংহ পরমা। ঘটনাস্থলে মৃতদেহ পরিদর্শন করেন সেনার কয়েক জন জওয়ান।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই যাত্রীর দেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। এই হামলার ঘটনার পিছনে কে বা কারা রয়েছে তার খোঁজ চালানো হচ্ছে।