রেফার করে দিয়েছিলেন বড় হাসপাতালে। আর সেই কারণে এক চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল রোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসককে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
আহত ওই চিকিৎসকের নাম মিন্টু দে। এই ঘটনার পর কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, রবিবার দুপুরে ভগবানপুর-বাজকুল সড়কে একটি বাইক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হন বাইকের চালক। তাঁকে দ্রুত ভর্তি করা হয় কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে পরীক্ষা করে চিকিৎসকরা জানান তাঁর একটি হাড় ভেঙে গিয়েছে। সেই কারণে ওই রোগীকে তাম্রলিপ্ত জেলা সদর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করে দেওয়া হয়।
অভিযোগ, স্থানান্তরিত করার পরেই চিকিৎসকের সঙ্গে বিতর্ক শুরু করেন রোগীর পরিবারের সদস্যরা। প্রশ্ন তোলেন কেন তাঁকে স্থানান্তরিত করে দেওয়া হচ্ছে। এরপরেই ওই চিকিৎসকের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই চিকিৎসক জানিয়েছেন, ওই রোগী মত্ত অবস্থায় ছিলেন। এবং ওই অবস্থায় বাইক চালাতে গিয়েই দুর্ঘটনা ঘটে। পরীক্ষা করে দেখা যায় তাঁর কাঁধের হাড় ভেঙে গিয়েছে। আর সেইকারণেই স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাঁর যুক্তি, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই ভাঙা হাড়ের চিকিৎসা করা সম্ভব নয়। আর সেইকারণেই রেফার করা হয়েছিল।