তাঁদের প্রিয় জ্যাংগোর জীবনে যেন কোনও আঁচ না আসে। নিজেদের সুইসাইড নোটে জ্যাংগোর দেখভালের নির্দেশ দিয়ে আত্মঘাতী পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এক দম্পতি। জ্যাংগো তাঁদের প্রিয় পোষ্য। শুক্রবার স্থানীয় আলমগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে দেবাশিস ঘোষ এবং জলি ঘোষের দেহ। একইসঙ্গে ওই সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া। তাঁদের শেষ ইচ্ছা মতে, শেষকৃত্যেও নিজে যাওয়া হয়েছিল গোল্ডেন রিট্রিভার বছর নয়েকের জ্যাংগোকে।
ঘটনার তদন্তে নেমে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে ঋণদায়ে জড়িয়ে পড়েছিলেন দেবাশিস ঘোষ। সুইসাইড নোটে সে কথা উল্লেখের সঙ্গেই প্রিয় জ্যাংগোকে কী ভাবে দেখভাল করতে হবে, তার সম্পূর্ণ বর্ণনা রেখে গিয়েছেন। বছর নয়েক আগে হাওড়ার রামরাজাতলা থেকে জ্যাংগো এই বাড়িতে এনেছিলেন তাঁরা।
কিন্তু জ্যাংগোর ভবিষ্যৎ কী ? চিন্তা বাড়ছে পুলিশেরও। কারণ, মালিক এবং মালকিনকে হারিয়ে জ্যাংগো চুপচাপ হয়ে গিয়েছে। শুধু খুঁজে বেড়াচ্ছে দেবাশিসবাবু এবং জলিদেবীকে।