এক কলেজছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার করা হল এক সিভিক ভলান্টিয়ারকে। রবিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনাটি কাকদ্বীপে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েকদিন আগে কলেজের নবীনবরন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে যাচ্ছিলেন ওই কলেজ পড়ুয়া। অভিযোগ সেইসময় তাঁকে রাস্তায় বাধা দেন অভিযুক্ত ভলান্টিয়ার। কলেজছাত্রীকে টোটোতে চাপিয়ে অন্যত্র নিয়ে চলে যাওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ওই ছাত্রী বাধা দেওয়ায় তাঁর টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।
এরপর নির্যাতিতার পরিবারের তরফে প্রথমে পাথরপ্রতিমা থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই সিভিক ভলান্টিয়ারকে। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি, ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
RG কর কাণ্ডের ইতিমধ্যে গ্রেফতার সঞ্জয় রাই নামে এক অভিযুক্তকে। তিনি পেশায় সিভিক ভলান্টিয়ার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সিভিক ভলান্টিয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনার পর থেকেই ফের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।