মেদিনীপুরের এক স্কুলে র্যাগিংয়ের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড়। ঋষি রাজনারায়ণ মহিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধারালো বস্তু দিয়ে ভয় দেখিয়ে, বিবস্ত্র করে ছবি তোলার অভিযোগ।অভিযোগ স্কুলের একাদশ শ্রেণির ছাত্রীদের একাংশের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে শনিবার স্কুলে বিক্ষোভও দেখান অভিভাবকদের একাংশ।
জানা গিয়েছে, স্কুলে র্যাগিংয়ের মূল ঘটনাটি ঘটেছিল শুক্রবার। ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ছুরি জাতীয় কিছু দেখিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ। এদিন ওই ছাত্রীর বাবা-মা-সহ বেশ কয়েকজন অভিভাবক এসে স্কুলের প্রধান শিক্ষিকা সুজাতা গোস্বামীর কাছে অভিযোগ জানান। অভিযোগ উঠেছে, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের দিয়ে একাদশ শ্রেণির ছাত্রীরা গা-হাত-পা টেপানো, জল আনানো, বাসন মাজানোর মতো কাজও করায়। বিভিন্ন সময় আবার নাচতেও বলা হয়। অভিযোগ, ‘নির্দেশ’ না মানলে নানারকম হুমকি দেয় সিনিয়ররা।
সূত্রের খবর, ওই স্কুলের প্রধান শিক্ষিকা এক প্রকার এই অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, সমস্ত ঘটনা খতিয়ে দেখা হবে। অভিযুক্তরা উপযুক্ত শাস্তি পাবে বলেও জানিয়েছেন তিনি। আর ভবিষ্যতে যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও নজর রাখা হবে বলে ভরসা দিয়েছে স্কুল।
মেদিনীপুরের যথেষ্ট নামজাদা স্কুল এই রাজনারায়ণ মহিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ফলে শনিবার দুপুরের এই ঘটনায় কার্যতই অবাক শহরবাসী। এত নাম করা স্কুল, এত নিয়ম-কানুনের মধ্যেও কী করে এই ঘটনা ঘটল, তা নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন সকলেই।