RG কর হাসপাতালের নিহত চিকিৎসকের সুবিচারের দাবিতে ফের কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। এই সিদ্ধান্তের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল । একটি সংস্থার ডিরেক্টর ওই মামলা দায়ের করেছেন।
আন্দোলন চালিয়ে নিয়ে গেলেও কর্মবিরতি তুলে নিতে বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু আইনের বিরুদ্ধে গিয়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। এই অভিযোগেই মামলা দায়ের হয়েছে। শুক্রবার বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ওই মামলা শুনানি হতে পারে।
যে ব্যক্তি মামলা দায়ের করেছেন তাঁর নাম রাজু ঘোষ। তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ না মেনে পূর্ণ কর্মবিরতি করছেন তাঁরা। মামলাকারীর দাবি, কর্মবিরতি তুলে দেওয়ার জন্য রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিক উচ্চ আদালত।
এদিকে প্রায় ১ মাস ধরে কর্মবিরতি করেছিলেন জুনিয়র ডাক্তাররা। তারপর রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পর আংশিক কর্মবিরতি তুলে নিয়েছিলেন তাঁরা। যদিও চলতি সপ্তাহ থেকে ফের দ্বিতীয় দফার পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন তাঁরা। কিন্তু আগামী দিনে কর্মবিরতি চলবে কিনা সেবিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠক হয় RG কর হাসপাতালের অডিটরিয়ামে। সেখানে জুনিয়ার ও সিনিয়র ডাক্তাররা উপস্থিত ছিলেন। এর মাঝেই মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।