কেরল মিটল না, ফুঁড়ে উঠল এবার মালদা। অভিযোগ ৯বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে বলি দেওয়ার। অভিযোগ বিক্রম নামের স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। লেখাপড়া নয়, তন্ত্র সাধনা শিখতেই শিশুকন্যাকে বলি দেওয়ার অভিযোগ। মালদার চাঁচলের এই ঘটনায় বিক্রম ভগৎ নামের ওই যুবককে প্রবল মারধর করে স্থানীয়রা। তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতেও।
স্থানীয় বাসিন্দাদের কথায়, বিকেলে বাচ্চাটি খেলাধুলো করছিল। এরপর সন্ধ্যে গড়িয়ে গেলেও সে ফিরে না আসায় খোঁজ শুরু করা হয়। পরে রাত ৯টার সময় একটি স্থানীয় পুকুরের পাশ থেকে উদ্ধার করা হয় শিশুকন্যার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। স্থানীয় এক বাসিন্দার দাবি, ‘বিক্রমের বাবাও তান্ত্রিক ছিল, ছেলেও তন্ত্র শিখছে।’ গ্রামবাসীদের সন্দেহ মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তন্ত্র শিক্ষার সঙ্গে জড়িত ছিল বিক্রম। অচিন হালদার নামের এক গ্রামবাসী জানান স্থানীয়রা ছেলেটির ফাঁসি চায়।
মৃতার কাকিমা জানান, ‘মত্ত অবস্থায় বাচ্চাটিকে তুলে নিয়ে যায় বিক্রম। এরপর রেপ করে তাকে বলি দেওয়া হয়।’ পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই মৃতর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এরপর বোঝা যাবে শিশুটির উপর শারীরিক নির্যাতন হয়েছিল কি না।