বেঙ্গালুরুতে একটি বহুতলে কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে মৃত্যু হল বাঙালি এক যুবকের। তাঁর নাম পূর্ণচন্দ্র দাস। বাড়ি নামখানা ব্লকের দেবনগর এলাকায়।
কী ঘটেছিল?
জানা গিয়েছে তিন মাস আগে পূর্ণচন্দ্র বেঙ্গালুরু কাজ করতে গিয়েছিলেন। মঙ্গলবার একটি বহুতলে কাজ করছিলেন তিনি। সেসময়ই প্রায় চার তলা উপর থেকে নিচে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্য়রত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়রা জানিয়েছেন, বহুতলে কাজ করার সময় কোনও রকম সেফটি বেল্ট পরেননি পূর্ণচন্দ্র। সেকারণেই আচমকা পড়ে যান তিনি। বৃহস্পতিবার ভোরে তাঁর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়।