ফের রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু। এবার বেলুড়ে মৃত্যু হল ৬ মাসের এক শিশুর। ঘটনাটি ঘটেছে বেলুড়ের ভোটবাগান এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দুদিন আগে এই এলাকায় এক যুবকও ডেঙ্গিতে মারা যায়। যার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, মৃত ওই শিশুটির নাম নূর আকসা। বুধবার রাতে মৃত্যু হয় ওই ছয় মাসের শিশুটির। বেশ কিছুদিন ধরেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল শিশুটি। ডেথ সার্টিফিকেটে সিভিয়ার ডেঙ্গি সিনড্রোম উল্লেখ রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত মঙ্গলবার এই ভোটবাগান এলাকাতেই তৌসিফ সরদার নামে ২৯ বছরের এক সিভিল ইঞ্জিনিয়ার ডেঙ্গিতে মারা যান। তার দু'দিনের মাথায় ৬ মাসের শিশুর মৃত্যুতে আতঙ্কে এলাকাবাসী।
আরও পড়ুন- Dengue Death in Kolkata: কলকাতায় ফের ডেঙ্গির থাবা, মৃত হরিদেবপুরের প্রৌঢ়া
প্রসঙ্গত, বুধবারই কলকাতায় (kolkata) এক ডেঙ্গি (dengue) আক্রান্তের মৃত্যু হয়। মৃতের নাম শর্মিলা চট্টোপাধ্যায়। তিনি হরিদেবপুরের (haridevpur) বাসিন্দা। ঢাকুরিয়ার আমরি হাসপাতালে মারা যান তিনি। তাঁর ডেথ সার্টিফিকেটেও ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ করা রয়েছে বলে খবর।