মঙ্গলবার রাতে তীব্র বকাবকি (Student committed suicide) করেছিলেন বাবা। সেই 'অভিমানে' আত্মঘাতী (Student committed suicide) হল ১৪ বছরের কিশোরী। ঘটনাটি বেহালার চট্টা গ্রাম পঞ্চায়েত এলাকার। নবম শ্রেণির ছাত্রী ওই কিশোরীর মৃত্যুর (Student death) খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় পুলিশ। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর (Student committed suicide) নাম স্বস্তিকা বর। তার বাবা মেঘনাথ বর মঙ্গলবার রাতে মেয়েকে বকাবকি করেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: এবার কলকাতাতেও হোম স্টে চালু করতে উদ্যোগী পুরসভা, তৈরি হল গাইডলাইন
এরপরই বুধবার সকালে মেয়ের কোনও সাড়া না পেয়ে ডাকাডাকি শুরু করেন পরিবারের সদস্যরা। এরপর তার ঘরে গিয়ে দেখা যায়, মায়ের শাড়ি গলায় জড়িয়ে ঝুলছে (Student committed suicide) স্বস্তিকা। সঙ্গে সঙ্গে শাড়ি কেটে তাকে নীচে নামানো হয়।
তাকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।