বন্ধ স্কুলে মধ্য়ে থেকে উদ্ধার ছাত্রী। এই ঘটনা মুর্শিদাবাদের লালবাগে। প্রশাসন সূত্রে খবর, গত শনিবার লালবাগের এমএমসি গালর্স হাইস্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল, ওই স্কুলের ছাত্রী অপর্ণা দাস। কিন্তু স্কুল ছুটির পর আর ফিরে আসেনি। দশম শ্রেণির ওই ছাত্রীর খোঁজে তল্লাশি শুরু হয়। ছাত্রীর বাবার অভিযোগ, স্কুলে এসেও তিনি দরোয়ানকে অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁর অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়।
রবিবার নিজের কাজ শেষ করে স্কুলে পাশ দিয়ে যাচ্ছিলেন এক ব্য়ক্তি। স্কুলে মধ্যে একটি মেয়েকে দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়ার হয় স্কুল কর্তৃপক্ষ ও পুলিশকে। অবশেষে স্কুলের তিনতলার একটি ঘর থেকে অপর্ণাকে উদ্ধার করা হয়। তাঁকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেন পরীক্ষা শেষের পর স্কুলের মধ্যেই আটকে গিয়েছিল দশম শ্রেণির পড়ুয়া অপর্ণা ? সেই প্রশ্নের এখনও কোনও উত্তর পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।