১৪ বছরের কিশোর খুনে নয় বছর পর সাজা শোনাল কলকাতার নগর দায়রা আদালত। প্রেমিকার সঙ্গে ১৪ বছরের কিশোরের সম্পর্ক রয়েছে , এই সন্দেহে গলা কেটে কিশোরকে খুন করেছিল যুবক। কলকাতা পুলিশ তদন্তে নেমে তারাচাঁদ সোনকর নামের অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। অবশেষে ৯ বছর পর তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হল।
Firhad Hakim on Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়বেন না, কথা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম
ঘটনার সময় অভিযুক্ত যুবকের বয়স ছিল ২৮ বছর, আর তাঁর প্রেমিকা লক্ষ্মী মুখোপাধ্যায়ে বয়স ছিল ৩০ বছর। অনাথ কিশোরের সঙ্গে লক্ষ্মীর সম্পর্কের সন্দেহে কিশোরকে খুন করেন তারাচাঁদ।