পুজো মণ্ডপে স্লোগান দেওয়ার অভিযোগে যে ৯জনকে গ্রেফতার করা হয়েছিল তাঁদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেন ওই ৯জন। কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি হবে শুক্রবার। বেলা ২টোর সময় বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে শুনানি শুরু হবে।
জানা গিয়েছে, ধৃতদের হয়ে আদালতে সওয়াল করবেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং শামিম আহমেদ। অন্যদিকে গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জুটা।
জুটার তরফে এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে ৫ জন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। স্লোগান দেওয়ার কারণে গ্রেফতার করার ঘটনাকে পুলিশি জুলুম হিসেবে ব্যাখ্যা করেছেন তাঁরা। এমনকি ওই পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছে জুটা।
দক্ষিণ কলকাতার একাধিক পুজো মণ্ডপে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল ওই ৯ জনের বিরুদ্ধে। তারপরই তাঁদের ত্রিধারা সম্মিলনীর মণ্ডপ থেকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে তোলা হলে বিচারক তাঁদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।