বিয়েবাড়িতে খিদের তাড়নায় মশা-মাছি মারার বিষ (Poison) খেয়ে অসুস্থ হয়ে পড়ল সাত শিশু। শুধু তাই নয়, দু'জন মহিলাও সেই বিষ খেয়ে ফেলে। যা ঘিরে তুমুল হইচই পড়ে যায় বিয়েবাড়ি (Canning News) জুড়ে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning) থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আমতলা গ্রামে একটি বাড়িতে বিয়ে ছিল। সেই উপলক্ষে সাজো সাজো রব। আত্মীয় স্বজনদের ভিড়ে সরগরম বিয়ে বাড়ি। সেই আনন্দের সুরে তাল কাটে এই ঘটনা।
পরিবারের কথায়, বাড়িতে খুব মশা মাছির উপদ্রব। তাই তা তাড়ানোর জন্য বাড়ির জানালার কার্নিশের ওপর চিনির মতো দেখতে একরকমের বিষ রাখা ছিল। সেই বিষ যে কখন সকলের অলক্ষ্যে শিশুরা(Children ate poison) খেয়ে ফেলেছে তা বুঝতে পারেননি কেউই। হঠাৎই এক শিশু ও বয়স্ক ব্যক্তি বমি শুরু করে। অসহ্য পেটের যন্ত্রণায় শুরু হয়। জিজ্ঞাসাবাদ করায় জানা যায়, খাবার ভেবে ওই বিষ খেয়ে ফেলেছে তারা। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন- Murshidabad News : মুর্শিদাবাদে বিএসএফের গুলিতে যুবকের প্রাণ হারানোর অভিযোগ
তড়িঘড়ি সাত শিশু শহ নয়জনকে ক্যানিং মহকুমা হাসপাতালে(Canning Hospital) নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই সবার চিকিৎসা চলছে। ক্যানিং মহকুমা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আলমগীর হোসেন জানিয়েছেন যে, সকলের অবস্থাই স্থিতিশীল। বিপদের কোন কারণ নেই।