মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ৯ শিশুর। ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
SNCU-ওয়ার্ডে ৫৪টি শিশু রাখার পরিকাঠামো ছিল। কিন্তু ১০০-এর বেশি শিশু ভর্তি রাখা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা হিয়েছে, ৭টি শিশু সদ্যোজাত। বাকি দুজন ৬-৯ মাসের মধ্যে। দুই শিশুর ওজন ছিল ৪০০-৬০০ গ্রাম। হাসপাতাল সূত্রে খবর, অধিকাংশ শিশুকে খুবই সঙ্কটজনক অবস্থায় রেফার করা হয়েছিল। তার ফলেই এই ঘটনা।