গত ৯ জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে বিক্ষোভ দেখানোর ঘটনায় ৯ আইনজীবীকে সাসপেন্ড করার সুপারিশ করল ভারতের বার কাউন্সিল। সম্প্রতি কলকাতা এসেছিল ৩ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, প্রতিনিধিরা ঘুরে দেখেছিলেন কলকাতা হাইকোর্ট চত্বরও। দিল্লি ফিরে এই শাস্তির সুপারিশ করলেন তারা। এরমধ্যেও কলকাতা হাইকোর্টে জারি রয়েছে বয়কট। তার প্রেক্ষিতেই শুক্রবার ক্ষুব্ধ বিচারপতি রাজাশেখর মান্থার জানালেন , ‘এভাবে চলতে পারে না , সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়লে তা সমাজের জন্য ক্ষতি’।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি, কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীদের একাংশ। হাই কোর্ট চত্বরে বিচারপতির নামে ফেলা কিছু পোস্টারও প্রকাশ্যে আসে। তাতে লাল রঙের কাগজে বিচারপতির মুখের ছবি দিয়ে পাশে লেখা ছিল, ‘ইনি বিচারের নামে কলঙ্ক।’ এমনকি বড় বড় অক্ষরে বিচারপতির মুখের উপর লেখা ছিল ‘লজ্জা’। এই ঘটনার বিরোধিতা আগেই করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এবার এই ঘটনায় সরব হলেন বিচারপতি রাজাশেখর মান্থা।