বাংলা সাজছে শারদীয়ার সাজে। এগিয়ে আসছে দুর্গাপুজো। কুমোরটুলিতে জোর ব্যস্ততা। তবে ২০২৪ সালের দুর্গাপুজোর মেজাজ অন্যান্য বারের থেকে খানিক আলাদা। থমথমে পুজোর আবহ। আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে চলছে আন্দোলন, তার মধ্যেই ঢিমেতালে চলছে পুজোর প্রস্তুতিও।
তবে মন্দাতেও বাঁকুড়ার টেরাকোটা গ্রাম পাঁচমুড়ার মৃৎশিল্পীর হাতের কাজ পাড়ি দিতে দিল কলকাতার বিখ্যাত প্যান্ডেলে। হাতে বানানো আট ফুট উচ্চতার দুর্গা দেখা যাবে কলকাতার মণ্ডপে। এই বরাত পেয়ে ভারী খুশি শিল্পীরা। প্রতিবছর মণ্ডপ সজ্জার কাজ এলেও, প্রতিমা তৈরির কাজ পান না শিল্পীরা।
শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে এই প্রতিমা। এইবছর দুর্যোগ পূর্ণ আবহাওয়ায় প্রতিমা তৈরির কাজ শেষ করা এক প্রকার চ্যালেঞ্জের মত ছিল। মাটি গুলে একধরনের মাটির রং দিয়ে ,আগুনে পুড়িয়ে তৈরী করা হয় এই প্রতিমা।
শিল্পী ব্রজনাথ কুম্ভকার জানান, কয়েকমাস আগে কলকাতা থেকে কয়েকজন শিল্পী এসেছিলেন পাঁচমুড়ার টেরাকোটা গ্রামে ,টেরাকোটার কাজ দেখতে। পরে তাঁরাই ব্রজনাথের সঙ্গে যোগাযোগ করেন এই আট ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরির জন্য। বরাত পেতেই তারা প্রতিমা তৈরির কাজ শুরু করেন। শিল্পী নিজে সহ আরও দুজন সহ শিল্পীকে নিয়ে।