এজ ইজ জাস্ট আ নাম্বার- ইংরেজি এই প্রবাদটি যে মিথ্যে নয়, প্রমাণিত হল আরও একবার। আন্তর্জাতিক স্তরে দৌড় এবং হাঁটা প্রতিযোগিতায় জোড়া সোনা জিতলেন আশি ছুঁইছুঁই অনিমা তালুকদার (Anima Talukdar)।
৪ ও ৫ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়া ৪৫তম আন্তর্জাতিক মাস্টার্স ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় তিনটি ইভেন্টে অংশ নেন কালনার (Kalna) কৃষ্ণদেবপুরের প্রাক্তন শিক্ষিকা অনিমা তালুকদার। তিন বিভাগেই জিতে নিয়েছেন পদক। তিন কিলোমিটার হাঁটা, ২০০ মিটার দৌড়ে জোড়া স্বর্ণ পদক (gold medal) জিতেছেন অনেমা দেবী। আর শট পাটে তৃতীয় হয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক (Bronze Medal)।
কেকে বিতর্কের জের! নামী রেস্তোরাঁতে আর বাজবে না রূপঙ্করের গাওয়া কোনও গান, ঝুলল নোটিস
জেতা হারা না হয় পরের কথা, যে বয়সে হাঁটুর ব্যথায় কাবু হয়ে ঘরে বসে পড়েন আমাদের দেশের অধিকাংশ মানুষ, সে বয়সে কিছুর তোয়াক্কা না করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নাম লেখানোর এই সাহসকেই তো কুর্নিশ করতে হয়।
অনীমা দেবির ছেলে মেয়েরাই মায়ের এই কৃতিত্বে গর্বিত। তাঁর ছেলে পেশায় চিকিৎসক। ৭৯ বছরে মায়ের এই অর্জন বয়স্কদের চিকিৎসার ক্ষেত্রেই একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশাবাদী তিনি।