শিশু শিক্ষাকেন্দ্রে নিয়োগ করা হয়েছিল বোনকে। কিন্তু তাঁর বদলে দু'দশক ধরে চাকরি করছেন দিদি। অনলাইনে তথ্য নথিভুক্তের সময় ধরা পড়ল তা। পূর্ব বর্ধমানের ভাতারে চাকরিতে বেনিয়মের হদিশ পাওয়া নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতর। অন্য দিকে, অভিযুক্তার বিরুদ্ধে মামলার কথা ভাবছে প্রশাসন।
ভাতারের সাহেবগঞ্জ-১ পঞ্চায়েতের নুনাডাঙা শিশুশিক্ষা কেন্দ্রে শিক্ষিকা হিসাবে নিযুক্ত হন সুজাতা চট্টোপাধ্যায়। অভিযোগ, তাঁর বদলে এত দিন ধরে চাকরি করছিলেন দিদি সঙ্গীতা ভট্টাচার্য। ৭০ বছরের ওই বৃদ্ধা বোনের চাকরি করতেন এবং তাঁর বেতনের টাকা তুলে আসছেন। সম্প্রতি একটি কাজে বিডিও অফিস গিয়েছিলেন সঙ্গীতা। সেখানেই ধরা পড়ে এই অনিয়ম। আপাতত তাঁকে যেতে নিষেধ করা হয়েছে। প্রয়োজনে অভিযুক্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।