জলদাপাড়া জাতীয় উদ্যানে সাফারিতে বেড়িয়ে বড়সড় দুর্ঘটনার মুখে এক দল পর্যটক। দুই গন্ডারের এলাকা দখলের লড়াইয়ের শিকার সাফারি কারটি। লড়াই করতে করতে জঙ্গলের রাস্তায় উঠে আসে গন্ডার দুটি, আর সেই গাড়ি দেখেই আক্রমণ করে তার উপর। বিপদ বুঝে দ্রুত পিছিয়ে আসছিলেন গাড়ি চালক, এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে নর্দমায়। ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক সহ ৭ জন। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
জেলার বনবিভাগও কার্যত এই ঘটনায় হতবাক। তাঁদের বক্তব্য, ‘জলদাপাড়ার ইতিহাসে গন্ডারদের তাণ্ডবের এমন নজির নেই’। আহতদের মধ্যে দুজনকে ইতিমধ্যেই স্থানান্তরিত করা হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতলে।