ওড়িশার দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কালীঘাট থেকে সাংবাদিক বৈঠক করেন তিনি। এখনও পর্যন্ত বালাসরের দুর্ঘটনায় রাজ্যের মৃত্যু হয়েছে, ৬২ জনের। ১৮২ জনকে শনাক্ত করা যায়নি।
মুখ্যমন্ত্রী বলেন, "বাংলারই ৬২ জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের মৃত্যু হয়েছে। ১৮২ জনকে শনাক্ত করা যায়নি। ৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ৫৬ জনকে। যাদের শনাক্ত করা যায়নি, তাদের ফটো, কোড শেয়ার করা হয়েছে।"
অসংক্ষিত কামরায় থাকায় যাত্রীদের তালিকা হাতে পাননি। কালীঘাটে মুখ্যমন্ত্রী বলেন, "কয়েকজন আইএএস অফিসার ডিউটি করছেন। তারা বাংলার রোগীদের রাজ্যে আনার ব্যবস্থা করছে।"