উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারাল ছয় বছরের এক শিশু। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জানা গিয়েছে, মৃত ওই শিশুর নাম স্নেহা মণ্ডল। তার বয়স ছ বছর। এই ঘটনায় হাসপাতালে ভর্তি রয়েছে বাবা ও মা। সোমবারের দুর্ঘটনায় গুরুতর অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় স্নেহাকে। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারও করা হয়েছিল। এরফলে উত্তরবঙ্গের রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১০।
এদিকে, সোমবারের ঘটনার তদন্তের কাজ শুরু করল রেল। জানা গিয়েছে নিউ জলপাইগুড়ি জিআরপিতে মালগাড়ির মৃত চালকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সোমবারের ঘটনার পর থেকেই রেলের দাবি, রাঙাপানিতে সিগন্যাল না মেনেই কাঞ্চনজঙ্ঘাকে পিছন থেকে ধাক্কা মেরেছিল ওই মালগাড়ি।
এদিকে প্রায় ২৭ ঘণ্টা পর ওই লাইনের আপ এবং ডাউনে চালু হয়েছে পরিষেবার। সকালে প্রায় দু ঘণ্টা পর শিয়ালদহ থেকে ছেড়ে গুয়াহাটি রওনা হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রেল জানিয়েছে, রাঙাপানি লাইনে ট্রেন চলাচল এখন স্বাভাবিক।