রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি (West Bengal Dengue) ক্রমেই জটিল হচ্ছে। রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৮৪ জন। নতুন করে ডেঙ্গি পরীক্ষা করিয়েছেন ৪,২৯৫ জন। হাসপাতালে ভর্তি আছেন ২০৫ জন। এই পরিসংখ্যান বেশ উদ্বেগের। রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নির্দেশিকাও (West Bengal Dengue Guideline) জারি করা হয়েছে।
শুক্রবার রাজ্য নির্দেশিকা দিয়ে জানিয়েছে, মেডিকেল কলেজ, সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে জ্বরের জন্য পৃথক ক্লিনিকের (Separate Clinic For Dengue) ব্যবস্থা করতে হবে। ম্যালেরিয়া, ডেঙ্গির মতো পরীক্ষার জন্য আউটডোরে যাতে অপেক্ষা না করতে হয় রোগীদের। মিউনিসিপ্যাল হাসপাতালগুলিতে যাতে রোগীদের ডেঙ্গি বা ম্যালেরিয়া পরীক্ষারও পরামর্শ দেওয়া হয়। সরাসরি ল্যাবরেটরি থেকে ওই রোগীর নমূনা সংগ্রহের নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: পুজোর আগেই প্রাথমিকে চাকরি! ১৮৯ জনকে ইন্টারভিউর জন্য ডাকল পর্ষদ
রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশ, এলাকাগুলিতে অন্যান্য স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীদের ডেঙ্গি পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে। কারও জ্বর হলে বাড়ি গিয়ে খোঁজ নিতেও বলা হয়েছে।