ভোটের মুখে খাস কলকাতায় ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার । চেতলা থেকে উদ্ধার প্রায় ৫৮ লাখ টাকা । জানা গিয়েছে, সম্প্রতি, চেতলার এক ছাতু ব্যবসায়ীর অফিসে অভিযান চালান আয়কর দফতরের আধিকারিকরা । সেখান থেকেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর ।
টাকা উদ্ধারের ঘটনাটি নির্বাচন কমিশনকে জানিয়েছে আয়কর দফতর । জানা গিয়েছে, ছাতু প্রস্তুতকারী সংস্থায় প্রায় দু'দিন ধরে তল্লাশি চালায় আয়কর দফতর । ভোটের মুখে কেন লাখ লাখ টাকা অফিসে রাখা, সেই বিষয়ে ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদও করা হয় । আয়কর দফতর সূত্রে খবর, প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি ওই সংস্থার মালিক ।