শুক্রবার সকালে নদিয়ার নাকাশিপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। লরি ও ছোট গাড়ির সংঘর্ষে মৃত ১ শিশু সহ ৫ জন। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ৫ জন। দেহগুলি উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেই খবর।
পুলিশ সূত্রে খবর, রায়গঞ্জ থেকে কলকাতাগামী গাড়িটির সঙ্গে নাকাশিপাড়া টোলপ্লাজার কাছে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। টোল প্লাজা থেকে সিঙ্গল লেনে ঢুকতে গিয়েই অতিরিক্ত গতির ফলে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার কাজ চলার কারণে সিঙ্গল লেন দিয়েই গাড়ি চলাচল করে। ফলে নানা সময় দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন- Forward Bloc Astrology Book: বাম দলের স্টলে জ্যোতিষের বই! অস্বস্তিতে ফরওয়ার্ড ব্লক
দুর্ঘটনার পরেই উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। তারা তড়িঘড়ি এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িদুটিকে সরিয়ে নিয়ে যায়। দুর্ঘটনার পরেই স্থানীয়রা ফের রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে সোচ্চার হন।