আবহাওয়ার মতি গতি বোঝার উপায় নেই। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে । এদিকে দক্ষিণবঙ্গ পুড়ছে তীব্র গরমে । বঙ্গবাসী ফুরসৎ পেলেই ছুটছে উত্তরে। এর মধ্যেই বাজ পড়ে রাজ্যে মৃত্যু হয়েছে পাঁচ জনের । এরমধ্যে, উত্তর দিনাজপুরে বাজ পড়ে একজনের মৃত্যুর খবর সামনে এসেছে । জখম হয়েছে এক কিশোর, এছাড়াও তিনটি গরুর মৃত্যু হয়েছে ।
India-Qatar: সুনীল ছেত্রীর অবসরের পর প্রথম নামছে টিম ইন্ডিয়া, প্রতিপক্ষ কাতার
অন্যদিকে, পূর্ব বর্ধমানে বাজ পড়ে মৃত্যু হয়েছে চার জনের । অথচ ওই জেলায় বৃষ্টি সেভাবে হয়নি ।মাঠে গরু চড়ানোর সময় পূর্ব বর্ধমানে একইসঙ্গে মৃত্যু হয়েছে দুই ভাইয়ের ।