রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে গ্রামের রাজনীতিতে বাড়ছে দলবদলের হিড়িক। রাজ্যের প্রতিটি কোণে থেকে পাওয়া যাচ্ছে দলবদলের খবর। তৃণমূল ছেড়ে বিরোধী শিবিরে। আবার বিরোধী শিবির থেকে তৃণমূলে ভিড়ছেন অনেকেই। তবে সাম্প্রতিক সময়ে সবার নজর বীরভূমে। কারণ, অনুব্রতর ভূমে এই নিয়ে বেশ কয়েকবার দল ছাড়লেন তৃণমূল কর্মীরা। বিজেপি, কংগ্রেসে যাওয়ার পাশাপাশি এবার সিপিএমেও যোগ দিয়েছেন তাঁরা। তবে, এই দলছুটদের বিশেষ আমল দিতে চায় না তৃণমূল।
রাজনৈতিক মহলের দাবি, অনুব্রত না থাকায় রাজনৈতিক ভাবে হতাশা নেমেছে তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যে। অনেকেই দাবি করেছেন, অনুব্রত অনুপস্থিতি ভীষণ ভাবে এবার বীরভূমে ঠের পাওয়া যাচ্ছে। তার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অনেকেই কাজ করতে পারছেন না। কার্যত সেই অভিযোগ থেকেই সোমবার তৃণমূল ছেড়ে নলহাটিতে সিপিএমে যোগ দেন ৪০ জন শাসক দলের সমর্থক।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এই খেলা আগামী কয়েকদিন চলবে বলেই রাজনৈতিক মহলের দাবি। তাদের মতে, এই নতুন সমীকরণে বাংলার ভোট রাজনীতি খুব একটা বদলে যাবে, তা আশা করা যাচ্ছে না।